ভালোবাসার জোছনা মেখে
  শম্পা ঘোষ

হে অরণ্যদেব এই ভরা রাতে
জোছনা মেখে
আমি ভেসে যেতে চাই
তোমারিই সাথে...

আমি যে বিনিদ্র রজনী
শুধু জেগে থাকি
তোমার স্কন্ধে হেলিয়ে মাথা
জড়িয়ে রাখো ঐ দুটি হাতে...

ঝিঁঝিঁর কলতানে
মর্মর পাতার সমীরণে
নিঃশ্বাসে শুদ্ধ বাতায়নে
ভরিয়ে দাও ভালোবাসার আভরণে...

কেঁপে উঠি ক্ষণে ক্ষণে
সদাই তৃপ্ত জাগরণে
পবিত্র নব মিলনে
অবিরাম মননে
বেজে ওঠে ঘন্টা হৃদয়ের আঙনে...

হে অরণ্যদেব তোমার খুশিতে
মেতে ওঠা সবুজ বনানীতে
অমানিশার অন্ধকারে অথবা পূর্ণিমাতে
টলটলে কাজল কালো আঁখিতে
খেলতে থাকি আবেগে,আবেশে নির্জনেতে...

হাজার কল্পনার মায়াজালে
পেতে দেওয়া উন্মুক্ত আঁচলে
ভিজে যেতে চাই ভালোবাসার বাদলে
সিক্ততার চুম্বনে বেঁধে রাখো আগলে
ওগো দেব বারবার তুমি জেগে উঠো মায়াভরা এই জঙ্গলে।

       *********************
          ******************
             ***************
                ************
                   *********
                        *****
                           **