ভালোবাসার দুলুনি
শম্পা ঘোষ
ভালোবাসা আলতো
চুপিসারে আসে যে
মনটাকে চেপে ধরে
আনমনে বসে সে।
ভালোবাসা ঘোর লাগায়
চোখে মুখে আঁখিতে
তাকে তুমি পেতে চাও
সারাজীবন বুকেতে।
ভালোবাসার বোঝা ভারী
পারবে কি বইতে
ভালোবাসা ধরে রেখো
দিও নাকো ক্ষইতে।
ভালোবাসার উষ্ণতা
অনুভবে স্পর্শে
দুটি মন বয়ে চলে
হৃদয়ের হর্ষে।
ভালোবাসার বর্ষা
ঝরে পড়ে শরীরে
সোহাগের খুশিটা
দেয় যেনো ভরিয়ে।
ভালোবাসার দুলুনি
দোলা খাক মনেতে
সারাজীবন দুজনে
ভেসে যাবে দোলাতে দোলাতে।
***************
************
*********
*****
!!!
!