ভালোবাসাই বাঁচাতে পারে
শম্পা ঘোষ

মনের ঘরে জানলাটাকে
খোলো যদি আলতো করে
দেখতে পাবে তুমিও কখন
ভুল করেছো নেশার ঘোরে।

নেশা বলতে নয়গো সুরা
পান করলে জীবন জুড়ে
এই নেশাতে কাছের মানুষ
যাবে সরে অনেক দূরে।

দূরে গেছে জেনেও তুমি
কেমন করে আছো যে স্থির
তোমার মনের বোধ জ্ঞানটায়
লেগেছে দেখো ভীষণ চির।

চির যে শুধুই বেড়েই চলে
রুখবে তারে কেমন করে
সিমেন্ট মাখো সংশোধনের
অনুশোচনার গায়ে ভরে।

ভরতে গেলে ইগো তোমার
আপন করে কামড়ে ধরে
মনের ভিতর পাগলামোরা
তিলে তিলে তোমায় মারে।

মারে জেনেও শান্ত নয়গো
আবার দেখো ফোঁসলে ওঠে
বিবেক তোমার সত্যি মৃত
ভুল করতে আবার ছোটে।

  ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে
পড়লো এসে যারই পায়ে
  ভুলের গরল নিলো তুলে
ভালোবাসার হাতটি ছুঁয়ে।

   ছুঁয়ে দিয়ে সেই মানবী
ভরিয়ে দিলো মনের বাগান
বিবেকটা আজ বড্ড সজীব
জাগিয়ে রাখতে করছে যে ধ্যান।

   *************
      **********
        ********
           *****
              **