মনের আঁচল বিছিয়ে দিলাম
শিমুল গাছের তলে
দূরে কোথাও মাদল বাজে
নাচে দলে দলে।
আমি এখন সুর তুলেছি
গাইবো ঝুমুর গান
আজ বসন্তের বাতাস লাগে
জ্যোৎস্নায় করি স্নান।
তুমি এখন ভাবছো বসে
যদি হতাম সাথে
সুগন্ধে মন ভরাতাম
গল্প করে রাতে।
দখিন বাতাস কখন যেনো
কানে কানে বলে
পরশখানি নে রে বুঝে
যাসনা আমায় ভুলে।
বকুল ফুল বলছে ডেকে
কোথায় গেলি আজ
আয় না তোকে ভরিয়ে দেবো
দুহাত ভরে সাজ।
কোকিল ডাকে ভ্রমর গায়
যে যার নিজের মতো
সময় কখন যাচ্ছে বয়ে
ক্ষয় যে বড়ই দ্রুত।
দুষ্টু বাতাস বড়ই মিঠা
মনকে করে তাজা
পাগল মন যায় হারিয়ে
বলছে ওরে আ জা।
চলো তবে আজ দুজনে
দিই গো দূরে পারি
মন ভরাবো স্বপ্ন দেখে
হাতে হাতটি ধরি।
আবেগ নয় ভালোবাসায়
পলাশ শিমুল বাঁচে
ফুল ফুটেছে ডালে ডালে
ভরে গেছে গাছে।
ভালোবাসার রঙে রঙে
মাতাল আমি প্রিয়
এইভাবে সারা জীবন
আমাকে ভরিয়ে দিও।
************
*********
******
**