ভালোবাসা তোমাকে দিলাম
শম্পা ঘোষ
সবই যদি দিয়েই দিলে
নিজের জন্যে রাখলে কিছু
নিঃস্ব হলে পালিয়ে যাবে
তখন বসে কাঁদবে পাঁচু।
ত্যাগী হওয়ার সাধ জেগেছে
বিলিয়ে দেবে সবটুকু তাই
স্বর্গ,মর্ত্য,পাতাল ঘুরে
এনে দেবে যেমনটি চাই।
আকাশ থেকে বৃষ্টি আনো
গরম লাগছে বড্ড আমার
আঁধার কেনো আসলো নেমে
মুখটি হলো কালো তোমার।
তাজমহল কি বানাতে পারো
ওই রকম না আরোও বড়
জীবদ্দশায় দেখে যাবো
দেখি তুমি কেমন করো?
স্বপ্নটাকে জ্যান্ত কোরে
চোখের সামনে দেখাও যদি
আমি তখন পেতে দেবো
মনের মধ্যে বসার গদি।
নবাবী চাল উবে যাবে
পূরণ করতে ইচ্ছেগুলো
ভালোবাসা যাবে সরে
হয়ে যাবে মাটির ধুলো।
ও সব যে চাই না আমি
চাই যে শুধু তোমার আদর
আমায় নিয়ে ভাববে শুধু
করবে তুমি কত কদর।
ভালোবাসা মনের ভিতর
প্রাণটি ভরে নাও নিঃশ্বাস
অনুভূতিদের জাগিয়ে তোলো
পাবে তুমি সেই বিশ্বাস।
চুম্বক তো কাছে টানে
দূরে থাকা লোহা ধাতু
সেই আকর্ষণ খেলবে বুকে
ভয় পেয়ো না হয়ো না ভীতু।
ভালোবাসার ভিখারী ওগো
দিলাম তোমায় ভালোবাসা
সেই স্পর্শ গায়ে মেখে
ভরাও এবার যত আশা।
*******************
***************
***********
********
****
**