ভালোবাসা যেন "ভিটামিন ডি"(কথার ঝুড়ি)
শম্পা ঘোষ
নির্লিপ্ত ভালোবাসা কি কখনো
চাঙ্গা হয়ে ওঠে?
হ্যাঁ হ্যাঁ ওঠে....
অনুভবের গোড়াতে আবার যখন
আবেগের জল জোটে,
সত্যি যদি জল জোটে...
গজাবে পাতা,ধরবে ফুল,
সুগন্ধ ছড়াবে আবার...
তারই নাম ভালোবাসা,
সঙ্গী হয় বাঁচার....
ভালোবাসা যেন "ভিটামিন ডি"--
জীবনটাকে সবুজ করে রাখে...
প্রভাব যদি(নিম্নমানের)-হ্রাস পায়
বুঝতেই পাচ্ছেন কি হবে
ওই শাখে?
************
********
****
!
"১০-১৪-২১"