ভালোবাসা হৃদয়ের ফুল
শম্পা ঘোষ

        ভালোবাসা হয় নাগো
             মৃত অভিশাপ
     ভালোবাসার ভালোবাসায়
          নেই কোনো পাপ।

           অঞ্জলি হয় কিগো
            মন নাহি দিলে
        ভালোবাসা জেগে ওঠে
            হৃদয়ের ফুলে।

        কার চোখে কে কেমন
          জানি নাকো আমি
      আমার চোখে ভালোবাসা
             সবচেয়ে দামী।

         আল্পনা এঁকে দাও
            হৃদয়ের পুরে
        আসনটা পেতে রাখো
          মনেরও মন্দিরে।

          ঘন্টা বাজবে ঠিক
             সময়টি হলে
        প্রদীপের আলো হয়ে
           জীবনেতে জ্বলে।

        দেখাতে হয় কি বলো
             বুকখানি চিরে
         আনন্দ সদাই থাকে
            মনটাকে ঘিরে।

          ভালোবাসা পবিত্র
            সে যে নির্মল
        তাকে যদি পাও খুঁজে
          জীবন হবে উজ্জ্বল।

         ভালোবাসা নয় ভান
             নয় অভিনয়
          মনকে সাজা দিয়ে
          করো কেনো ক্ষয়।

       সবাই কি পারে বলো
         ভালোবাসা দিতে
     ভালোবাসা বাঁচে নাকো
         ঘাত-প্রতিঘাতে।

    ভালোবাসার ভালোবাসার
            স্বপ্নতে ভাস
      মনেতে থাকবে বেঁধে
         সে যে অবিনাশ।

      *************
          *********
              *****
                 **