ভালোবাসা হৃদয় জুড়ে
শম্পা ঘোষ
সবই তো দেখে দেখে শেখা
অভিজ্ঞতায় কাটছে মনে রেখা
নিজের জন্য বুদ্ধি বিবেচনা
কত জ্ঞান দিয়ে হচ্ছে তারে চেনা।
তাই তো সীমায় গন্ডি কেটে রাখি
আনন্দটা দুহাত দিয়ে মাখি
তোমরা যারে ভালোবাসা বলো
আমি বলি সেটাই বাঁচার আলো।
বাঁচার জন্য ফুসফুসে নিই শ্বাস
ভালোবাসার সম্পর্কটাই বিশ্বাস
আলোয় আলোয় স্বপ্ন গেছে ভরে
থাকনা তারা আপন খেলার ঘোরে।
আজকে আমি পূর্ণ একটা নারী
মনের মতো সাজিয়ে রাখি বাড়ি
হাত বাড়ালেই তুমি আছো পাশে
হাঁটতে চাই শূন্য পায়ে ঘাসে।
পায়ে যদি ফোটে কখনো কাঁটা
পড়তে দাওনা রক্ত এক ফোঁটা
নরম নরম ভাবনা ফুলের মতো
গাঁথছি মালা বাঁধছি দিয়ে সুতো।
ওগো প্রিয় ওগো আমার সাথী
অন্ধকারে জ্বলবে যখন বাতি
তোমার মুখে পড়বে খুশির ছায়া
আমি যে তোমার আদরিনী জায়া।
**************
************
*********
******
***
*