ভালোবাসা অমৃত
শম্পা ঘোষ
ভালোবাসা শব্দটা
মিঠা মধু ভরা
এক ড্রপ পড়লেই
ঘুচে যাবে খরা।
অমৃত ভেবে তুমি
পান করো যত
মুছে যাবে কষ্টরা
মুছে যাবে ক্ষত।
বিশ্বাসে ডুব দিয়ে
তুলে আনো মুক্ত
হৃদয়ে লুকানো থাকে
চিরকালই সুপ্ত।
টলটলে জলে দেখো
ফোটে শতদল
আঁকড়ে ধরে রাখে
মনেরি তল।
পবিত্রতা বাঁধা পড়ে
ভালোবাসা ঘিরে
জীবন তাকে নিয়ে
বাঁচে ধীরে ধীরে।
********
*****
**