ভালোবাসা
শম্পা ঘোষ

তোমার ভালোবাসা
আমার মনে এনে দেয় বিশ্বাস,
সেই বিশ্বাসে
আমি প্রাণভরে নিই নিঃশ্বাস...

ভালোবাসা?
ভালোবাসা বলতে বুঝিতো একটা অনুভূতি,
যে অনুভভূতি
আমাকে দেয় বাঁচার প্রেরণা...

যে প্রেরণা
তোমার আমার মুখে আনে হাসি,
যে হাসি নিয়ে
আমরা সারাটা জীবন থাকবো পাশাপাশি...

পাশাপাশি হলো তো
দুজনারই একটা স্পর্শ,
স্পর্শ ছাড়া কি কখনো বাঁচা যায়?
তাহলে জীবন হয়ে যাবে শূন্য...

শূন্যতা হচ্ছে
মনের গভীরে হারিয়ে যাওয়া একটা মানসিকতা,
যে মানসিকতা এনে দেবে
দুজনার মধ্যে বিচ্ছেদ...

বিচ্ছেদ  বলে জানিতো একটা দূরত্ব,
দূরত্বতা আমি কখনই চাইবো না
তাই চাই তোমার হৃদয় আমার হৃদয়
হয়ে উঠুক একাত্ম।

   ****************
        **********
             *****
                **
                 !
                
        


এই লেখাটি অনেক আগে প্রবাসী পোস্ট নামে এক ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত হয়েছে।