ভাবতে তো দোষ নেই
শম্পা ঘোষ
বিরহের বিরাগ সুর
বেজে ওঠে কানে
ভালোর মধ্যে মন কেনো
কষ্টকে টানে।
কষ্টকে পরিবেশন
করা বড় সহজ
মনেতে বেঁধে রাখে
দুঃখের কবজ।
চারিদিকে নেই নেই
শুধু কেঁদে চলে
ভালো আছি বলাটা
কবে গেছে ভুলে।
পৃথিবীটা সুন্দর
দেখে নাগো যারা
ভালো থাকার মন্ত্রটা
ভুলে গেছে তারা।
এত বেশি কান্না
এত বেশি দুখ
খুঁজেছো কি তোমরাও
কাকে বলে সুখ।
টাকা দিয়ে পাবে না
মনে করে বাস
শুভ শুভ চিন্তায়
জোরে নাও শ্বাস।
চোখ কান খোলা রেখে
বোঝো বোধ দিয়ে
ভালোবাসার ভাবনাতে
মনটাকে ছুঁয়ে।
গড়বে যে সুখ আছে
সুখ আছে ভাব
চোখে মুখে পড়ে তালা
ওই দুঃখের রাব(শব্দ)।
মানুষকে দেখে এবার
বলবে যে ভালো
এত দিন মনেতে কি
ছিলো নাকো আলো।
ফুলটার কাছে গিয়ে
গন্ধ যেই নেবে
এত রূপ এত রঙ
আছে এই ভবে।
জীবনটা একটাই
করো কেনো হেলা
ঘড়ির কাটা ঘুরবেই
কেটে যাবে বেলা।
***********
********
*****
**
*
স্বামী বিবেকানন্দ মানুষকে ইতিবাচক শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন।
আমি সেই ভাবধারায় অনুপ্রাণিত হই সদাই
তাই এই লেখাটি মহান স্বামীজীর শুভ জন্মদিন উপলক্ষে এইটুকু প্রয়াস।
মহান এই মনীষীর জন্মদিনে তাঁকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।