ভাবতে শেখো
শম্পা ঘোষ
অভাব ছাড়া কেউ ভিক্ষা করে না
সবাই তা জানি,
কিছু ভিক্ষা ছলনা ও চাতুরীর
দ্বারা পরিবেষ্টিত হয়,
অনুসন্ধান করলেই
খসে পড়বে মুখোশ
তাতে বাড়বে আক্রোশ...
কান্না মানেই হাহাকার
না পাওয়ার অতৃপ্তি,
কেউ সত্যিকারের কাঁদে
কেউ দেখিয়ে কাঁদে,
কোনটা আসল
বুঝতে কারো কারো
লাগে সময়
হোক তবে বোধোদয়...
কষ্টকে ঢাক পেটাতে হয় না !
যদি বুঝেই গেছো সব,
কেউই থাকবে না পাশে
তবে কষ্টকে
সাজিয়ে গুছিয়ে
বিলিয়ে কি লাভ?
মনকে প্রশ্ন করো আগে
উত্তর পেয়ে যাবে আজ
এর পরেও থাকে অনেক কাজ...
সত্যিকারের হাসি হাসতে ভুলে গেছে তাই
কেউ প্রাণ থেকে আনন্দে হাসলে
নানাভাবে সাজা পায়,
অপরাধ...আমরা ভালো নেই
তুমি কেনো হাসছো ভাই
সেই দুঃখটা হোক না ছাই...
উপকার করে বোলো না
মুখে আর,
আমি উপকার করেছি তার
তাহলে সবটুকু যাবে জলে,
এতদিনের এই পরিক্রমা
সবই গেলো বিফলে।
*************
*********
******
***
*