ভাবনার লেনদেন
শম্পা ঘোষ
আমার চোখে আলোর ঘোর
দেখাবো আমি খুলবো দ্বোর
উঠবে সূর্য উঠবে ভোর।
সকলে মিলে কোরো আদর
বিছিয়ে দিলাম মনের চাদর
মনের ঘরে করি সাদর।
দুঃখ তোমার যাবে দূর
খুশিতে তুমি বাঁধবে সুর
হাসি থাকবে ভরপুর।
মনে তোমার আসবে জোর
আনন্দ তুমি পাবে মোর
বেঁচে থাকুক কবিতার আসর।
************
*********
******
****
**
*