নদীরা ছুটে চলে
মোহনার দিকে
জীবন শুধুই কাঁদে
মৃত্যুর শোকে।
সাঁঝের প্রদীপটা
দেয় যদি আলো
অন্ধকারের গভীরতা
কোথায় হারিয়ে গেলো?
সুখ নামে পাখিটা
আসেনাকো ফিরে
যন্ত্রনার ব্যথা বাড়ে
হৃদয়েতে ঘিরে।
ভাবনার অবকাশে
বেড়ে ওঠে ঋণ
পাথর গলে মোম হবে
কোনো এক দিন।
সাগরের নোনা জলে
ভেসে থাকে সুখ
নদীরা মিশে গিয়ে
লুকায়েছে মুখ।
আকাশের শূন্যতা
কেনো এত নীল
দেখা আর জানার মাঝে
নেই কোনো মিল?
চোখ বুজে ঘুমালে
সব কিছু অন্ধ
ভাবনারা গলাটিপে
শ্বাস করে বন্ধ।
******************
*************
*******
****