ভাবনার সাথে ভাব
        শম্পা ঘোষ

     আমার ভাবনা যখন গিয়ে
         তোমার বুকে বসে
     লিখতে গিয়ে পেনটি নিয়ে
        কানটি ধরো কষে।

   কষতে গিয়ে ভাবনাতে তাই
         দিয়ে ফেলো ঝাল
    স্বাদ পাই না পড়তে গিয়ে
        কেমন যেনো হাল।

   হাল চষা কি এতই সহজ
       নেইকো চাষীর গুন
    ইউরিয়া যে দিতে হবে
       ভুল করে দাও নুন।

     নুন দিলে কি ফসল ফলে
        সবই যাবে জ্বলে
   মনের ভিতর তোমার জমি
        পুড়ছে তলে তলে।

     তল না দেখে উপর উপর
       বুলিয়ে যাচ্ছো কলম
    ক্ষত তোমার বেড়েই যাবে
       কে দেবে গো মলম।

     মলমটা তো বানাতে হলে
        জানতে হবে ক্রিয়া
        শব্দ,ছন্দ,অনুভবে
      ভরিয়ে তোলো মিয়া।

    মিয়ার আবার বড্ড মেজাজ
      করে না কিছুই স্বীকার
    নকল ভাবনায় সং সেজেছে
       লাগছে যেনো জোকার।

      জোকারের দুঃখটাতো
       বুঝতে চায় না কেউ
        যন্ত্রণাটা বুকে নিয়ে
         চেষ্টা করে সেও।

     সেও এখন দেখাবে খেলা
        হয় যদি কেউ খুশি
  তাই তো জোকার লিখেই চলে
        ব্যস্ত যে তার মসি।

    মসির কালি ছিটকে পড়ে
        এদিক ওদিক হয়
বলে,তোমার ভাবনা আমার বুকে
   আর নেই কো কোনো ভয়।

       *************
         ***********
           *********
              ******
                ****
                   *