ব্যথা কত রঙে
শম্পা ঘোষ
পুঞ্জিভূত কিছু ব্যথা
সঞ্চিত কিছু সুখ
হেঁটে চলা এই পথ
জীবনের বাঁকে বাঁকে
লাঠি ধরা বিশ্বাস
হামাগুড়ি দেয় মন
জেগে ওঠা স্বপ্ন
মায়া জমে কত বুকে।
পিপাসায় গলা ভেজাও
কলসীতে ভরা জল
বুদবুদ কাটে আশা
ভরসা হয় নিখোঁজ
হতাশারা আড়িপাতে
কালো মেঘে ঢেকে যায়
বেঁচে থাকা উচ্ছাস
উবে যায় রোজ রোজ।
বাঁশ গাছে কানাকানি
ফিসফিস কত শব্দ
শেওলা ধরা খুশি
পিছলে পড়ে পা
চিলেকোঠার ঐ ঘর
জমেছে কত স্মৃতি
হাপর টানে মন
বুকেতে মারে ঘা।
****************
************
**********
*******
<>