বেলা বয়ে যায়
শম্পা ঘোষ
খুশি খুশি মন বিলাসী দুপুর
বালিশে ঠেকানো ক্লান্ত চিবুক
গুনগুন গলায় চেনা কোন সুর
ছুড়ে ফেলে দিই যত আছে দূর
তুমি আছো পাশে হৃদয়ের কাছে
দুটি চোখ হাসে স্বপ্নতে ভাসে
ক্ষণিকের তরে সুখ আসে ঘরে
দুহাত বাড়িয়ে জড়িয়ে যে ধরে
ঝিরিঝিরি বৃষ্টি পাগলা হাওয়া
ফিরে পেতে চাই পুরানো সে চাওয়া
আদরের ছলে গলে মোমবাতি
বয়ে চলে শুধু সময়ের গতি
জীবন তো চলে জীবনের মত
আজ আর কাল হয় কেন গত।
***********
*********
******
****
*