মনখানি আজ বড্ড পাগল
রয়না ঘরে বসে
তাই ছুটেছি আপন বেগে
মেঘের কোলে ভেসে।
মেঘ যে কখন যায় যে সরে
দূরে বহুদূরে
বৃষ্টি হয়ে টুপটি করে
পড়ছে দেখি ঝরে।
হাত বাড়িয়ে বৃষ্টি ছুলাম
ভিজিয়ে দিলাম মন
খুশি খুশি বাতাস এসে
জাগায় শিহরণ।
ওগো বাতাস যেয়ো না চলে
আমায় একা ফেলে
আমার মনের দুয়ার তুমি
দিয়েছো যে খুলে।
মনের দুয়ার আলোয় আলোয়
সুখের জোছনায়
আপন করে রাখবো বেঁধে
তারই ভাবনায়।
ভাবনারা সব ভবঘুরে
থাকে কিছুক্ষণ
শিকল বেঁধে পোষ মানাবো
বেদুইন এই মন।
********
****
*