বসন্ত বাহারে মন বলে আহারে
শম্পা ঘোষ
বসন্ত তো তারই নাম
যেখানে গাছে ফোটে ফুল,
কোকিল ডাকে কুহু কুহু,
কচি কচি পাতায়
দোলা দেয় দখিনা বাতাস,
মন করে উড়ু উড়ু,
পলাশের রাঙা রঙে
মেতে ওঠে লাল মাটি,
নেচে ওঠে নুপুরের তালে,
যৌবন যেনো উথলে ওঠে
প্রকৃতির কোলে...
বসন্ত হয়ে ওঠে ভালোবাসার ঋতু,
হাত বাড়িয়ে কাছে পাওয়ার ডাক
বসন্ত মানে সবুজের জাগরণ,
রঙের উৎসব,মনের মধুর মিলন ...
ভ্রমরের গুঞ্জণ
মুকুলের শোভা
শিমুলের হাতছানি
করে মাতাল,
তাই বসন্ত গানে গানে,
প্রাণে প্রাণে,কানে কানে
বলে কত কথা,
সুন্দরের আনাগোনা,
ভাবতে ভাবতে মন হয় আনমনা ...
রূপে,রঙে,রসে
ভরে ওঠে কবির মন,
এক মধুময় আবেশ ঘিরে,
এই বসন্ত বাহারে।
**************
**********
******
**