বাংলাকে ভালোবেসে বাংলা কবিতা
                   শম্পা ঘোষ

বাংলা কবিতার
জয় জয়কার
সফলতা নিক
বৃহৎ আকার
কবিতা লিখি
নানা প্রকার
মনকে খুলে
করি স্বীকার
কত কিছু
আছে শেখার
নেইকো কোনো
এপার ওপার
মিলেমিশে
হয় একাকার
সুন্দর ভাবের
প্রবেশদ্বার...

তুমিই
ঐক্যতার প্রতীক...
তুমিই
কবিতার সার্বিক
তুমিই
আমাদের অভীক...
তুমিই
যে নাবিক...
তুমিই
দেখাবে দিক।

শেষে বলি এই আনন্দটা ধরে রাখতে হবে ঠিক ঠিক।

  ********************
    ******************
         *************
             *********
                !!!!!!!!!!
                   !!!!!!
                     !!!
                      !