বন্ধুত্বে পড়েছে ভাঁটা
শম্পা ঘোষ

হায়...হায়...
কি যে হলো
বোঝা মুস্কিল !
     গুগলি আর তালপাতার-
এই লেপ্টে থাকার
সম্পর্কটা কখন যেনো
          উদাও...
সেই সূত্র খুঁজতে গিয়ে
     বেড়িয়ে এলো
      একটি রহস্য!
   শুকনো দুটি নাম,
"মিতা" আর "মিত্র"
তাদের মনের পুষ্করিণী
আজ শুকিয়ে খটখট...
  কিভাবে বাঁচবে তারা
   জল ছাড়া,
আহা... দেখে বড়
     কষ্ট হয়!
পারো তো কেউ জল দাও
    ওদের বাঁচাও,
না,হলে ফসিল হয়ে
নিদর্শন করবে খাড়া।

***********
    ********
         ***
          *