কাঁধের উপর মাথা রেখে
       কাঁদতে পারা
চোখের জলে বুক ভেজানো
       প্রেমের ছড়া।
সব কথা কি মুখটি খুলে
        বলতে হবে
আমার ব্যথা তোমার বুকে
        আটকে রবে।
ভালোবাসা লুকিয়ে থাকে
        বোঝাপড়ায়
   পরস্পরের নির্ভরতা
       চোখে হারায়।
দুটি জীবন এক সুতোতে
       বাঁধলো কবে
চাওয়া পাওয়া একইভাবে
       মিললো যবে।

     ***********
        ********
          ******
             ***
               *