বাঁচোতো আগে
শম্পা ঘোষ

    ফুসফুসের নেইকো দম
    অক্সিজেন আজ বড় কম
   গাছপালা সব কেটে ফেলে
      বড় বড় বাড়ি তোলে
   কারখানার সব বাজে ধোঁয়া
  বাতাসে সে সব রয়েছে ছোঁয়া
    বাঁচবো আমরা কেমন করে
  সিওপিডিতে সব ভুগছে মরে
  দূষণে ভরা আজকের বাতাস
   কালো মেঘে ঢাকা আকাশ
    কেনো আজ এমন হাল
    ভেবেছো কি হবে কাল
  এর বিহিত আর কবে হবে
   বেঁচে যদি না থাকি ভবে।