বানাও জড়িবুটি
শম্পা ঘোষ
স্বপ্ন তুমি যতই বানাও
ওগো মিঞা
রাতের বেলা নিভিয়ে দিও
ঘরের দিয়া।
বউয়ের দেওয়া সুড়সুড়িটা
লাগবে ভালো
সানি লিওনের মুভি দেখে
জ্বালাও আলো।
রোমান্স নিয়ে বাঁচো তুমি
বেশ কিছু কাল
যৌবনটা ফুরিয়ে গেলেও
ছাড়াবে ছাল।
কলকলিয়ে ঘামছো কেনো
বলছি বলে
সত্যি কথা লুকিয়ে রাখো
মনের কোলে।
আতরমাখা উচ্ছাসটা
হারিয়ো নাকো
শরীর-দিলে মজবুত হোক
খুশির সাঁকো।
ভোজপুরী নাচ দেখতে কি চাও
ঐ স্বপ্নপুরে
আজ মত্ত হয়ে মিঞা-বিবি
থাক না ঘোরে।
জীবনটা এক ছোট্ট খাতায়
কাটে আঁকিবুকি
এইভাবে থাকুক জীবন
মন্দটা কি?
আনন্দটা নাও না লুটে
ফেলো গুটি
মিঞা-বিবি জোর বেঁধেছে
তারা সফল জুটি।
*********
******
***
!