বাজাও ভেঁপু
শম্পা ঘোষ
কারা করে ফিসফাস
কারা কাটে চিমটি,
মুখটি দেখাও এবার
বলো,তোমার নামটি?
নামটির কথা শুনে
গায়ে ঝরে ঘামটি,
পরিচয় বদলে দেয়
এমন কি ধামটি ?
ধামটির হদিশ নেই
সাধু সাজে ভামটি,
সিঁধ কেটে ঘরে ঢোকে
সারবে যে কামটি।
কামটি সারছে ধীরে
চালাকির ধুমটি,
বসে বসে খায় চুষে
গাছে পাকা আমটি।
আমটির স্বাদ নিয়ে
দেয় মুখে ঝামটি,
সব শেষে বলে ওঠে
কত নিলো দামটি?
*******
**
"২-২২-২০"