বেচারী আগাছারা
শম্পা ঘোষ
আগাছারা কেমন যেন?
তেড়ে-ফুঁড়ে উঠে,
আমার সাজানো বাগানের
শোভাটাকে নষ্ট করতে...
অযত্নে,অবহেলায় তারা
বেড়ে উঠে তরতরিয়ে,
তারাও সবুজ তবুও বড় বেমানান
আমার শোভা মন্ডিত বাগানটিতে...
আমি নিরুপায়
তাদেরকে নানাভাবে
চেষ্টা করেই চলি
নির্মূল করতে...
কারণ তাদের পরাগ
ছড়িয়ে পড়ে বাতাসে
ভরিয়ে দেয়
এলার্জিতে...এলার্জিতে।
**************
***********
********
*****
***
*