আতর
শম্পা ঘোষ
পরিপূর্ণ জীবন যখন
ভালোবাসায় ভরিয়ে দেয় মন
একই সুরে গান
গায় দুজন
থাকুক না দূরে সরে
পরিবার পরিজন
প্রেমের শপথ নিয়ে
বেড়া বাধে সুখের আঙন
রঙে রঙে ভরে যাবে
সাজানো কেতন
বাঁধ ভাঙা খুশিতে
জেগে উঠে দুটি আনন
সঙ্গে নিয়ে পথ চলা
পরিশুদ্ধ মনন
মুখে তাদের ফুটে উঠে
আলোর কিরণ
চারিপাশে শোভা পায়
আনন্দের স্ফুরণ
আশাটাকে পাশে নিয়ে
করে যে আপন
স্বপ্নের স্বাদগুলো
মেটাই যে জীবন।
********
******
****
**
*