এটাই তো সারমর্ম
শম্পা ঘোষ
আসা যাওয়ার পথটা হয়ে গেছে বন্ধ
তবুও উঁকি মেরে যাও দেখছি
মনের মধ্যে সন্দেহ কেনো রাখো
কেনো আড়ালে বসে কাটো ভেঙচি।
সব উপস্থিতিই দুদিনের তরে
অজান্তে করো রক্তের চাপ বৃদ্ধি
প্রাণ খুলে কখনো হাসতে কি পেরেছো
মনকে করেছো কি কখনো শুদ্ধি।
অত জানা কি জানা যায় এত সহজে
বুঝতে গেলে পড়ে যাবে দ্বন্দ্বে
মানুষের স্বভাবটা বড়ই বিচিত্র
তাই মেশানো থাকে ভালো মন্দে।
কড়াইয়ের তেলটা করছো গরম
মসলা দিয়ে কষছো মেজাজে
মাংসটা সেদ্ধ হবে কিনা সেই ঝাঁজে
অতি অবশ্যই জল লাগে যে।
কাঁচকলা-আদার চিরাচরিত বিবরণ
ভেঙ্গে ফেলো এক তালিতে
নতুন রেসিপি আসবে বেরিয়ে
মুখের স্বাদ মেটাবে থালিতে।
কার জন্য কে,এ বলা মুশকিল
তবে সবারই আছে মূল্য
মানুষ পড়ে যায় ফাঁপড়ে
করে যায় অপরের তূল্য।
কেনো কে খুঁজতে যেও না
পড়ে যাবে কখন অতলে
চুল ছিড়ে পাবে না শান্তি
জমিয়ে ফলেছো শুধু ভুলে ।
হাহাকার তোমাকে করতেই হবে
মৃত চেতনা যদি জাগে বুকে
আপসোস করবে প্রতি পদক্ষেপে
অন্যায় করেছো বলবে নিজ মুখে।
সব ভুলেরই ক্ষমা আছে জানি
মন ক্ষমা করে দেয় সেই ভেবে
তবে আবার যে করবে না ভুল
এ গ্যারান্টি কে বলো দেবে?
মন বলে নিসনে এত চাপ
থাক না যে যার খুশিতে
গম পিষে ঝেড়ে নাও আটা
বাকিটা পড়ে থাক না শুষ্ক ভুসিতে।
******************
*************
**********
*****
!!!
!