এটাই স্বপ্ন
শম্পা ঘোষ
অলস দেহ শিথিল হয়ে
গভীর নিদ্রায় যায় তলিয়ে,
স্বপ্নরা দেয় উঁকিঝুঁকি
সকাল হতে একটু বাকি,
উড়তে উড়তে আকাশ ছুঁই
ঘুরে বেড়াই বিদেশ বিভুঁই,
জমির উপর ঘোড়ার পিঠে
টগবগিয়ে যাই যে ছুটে,
দুষ্টু লোককে দিই সাজা
স্বপ্নের ভিতর আমিই রাজা,
কুকুরগুলো তেড়ে আসে
আমার পা যেন থেমে গেছে
ভয় পেয়ে যেই হাঁকতে যাবো
বেড়োয় না শব্দ যতই ডাকো,
পরীক্ষার ভয় বড় ভোগায়
কাল পরীক্ষা আজকে ভাবায়,
গা দিয়ে ঘাম যে ঝরে
কি লিখবো মনে না পড়ে?
বনের মধ্যে হারিয়ে গেলে
বাড়ির পথ যাই যে ভুলে,
সঠিক রাস্তা পাই যখন
ঘুম যে আমার ভাঙে তখন।
**************
**********
******
***
এই কবিতাটি প্রবাসী পোস্ট নামে একটি ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত হয়েছে।