এটাই বাস্তব
     শম্পা ঘোষ

       এখন নিরালায় বসে
       শুধু হিসাবের খোঁজ
       যা কিছু হারিয়ে গেছে
         হয়ে ওঠে বোঝ।
       যদি বলি যেটা আছে
     সেটা ভালো ভাবে থাক
      কোথা থেকে কে এসে
      কখন গলায় যে নাক।
     জীবনের এই পরিক্রমা
       চলে চার অধ্যায়ে
    তবে কত কিছু ব্যয় হয়
         নানা অপচয়ে।
   বোঝা ও না বোঝার মাঝে
         সময়ের ক্ষয়
  একদিন স্মৃতিও মুছে যাবে
       ভেবে পাই ভয়।
     ভাবনারা হলো ভার
      চোখে আসে জল
   জীবন এক জীবন্ত রূপ
      গাছে ধরা ফল।
  কচি,কাঁচা,ডাসা,পাকা
     চার ভাবে দেখো
    সময়ের নানা রঙে
তাকে ভালোভাবে রাখো।
    একদিন টুপ করে
     খসে যাবে যেই
   পৃথিবীর বুকে আর
     কোথাও সে নেই।

       *******
          ****
             *
"১০-১৮-২০"