আসর নামের পাঠশালাতে
শম্পা ঘোষ
বলি সুধীর দাদা,বলিহারি
রোজ হানা দেয় এ বাড়ি ও বাড়ি
তিনি হয়েছেন মাস্টার মশায়
বাচ্চা লোক থাকো অধ্যবসায়।
অনলাইনে লিখছে কত
নাম লেখাচ্ছে শত শত
উনি ভুল ধরবে এটাই মানো
ভয় পেয়ো না কক্ষনো?
আসর নামের পাঠশালাতে
বসে না কোনো আটচালাতে
তবুও সবাই লিখছে দেখি
সঙ্গে বুলবুলি আর টিয়া পাখি।
পুরানো প্রন্থায় বড়ই মানেন
ছন্দটাকে জোরসে টানেন
গদ্যে,পদ্যে এই ঘাঁটাঘাটি
মাথায় মারেন জোরসে লাঠি।
উহু উহু কোরো না ভায়া
ভুত ছাড়াবে কবির ছায়া
তিনি যে মাস্টার মশায়
মেশানো আছে ভালোবাসায়।
কি আমি ঠিক বলি নি?
শুনে মাস্টার মশায় খাচ্ছেন পানি
ইগো নয় স্নেহ করেন
তিনি যে সবই পারেন ।
আজকের বাচ্চারা বোঝে কি ওসব
আছে ভাবের মধ্যে উচ্চ রব
গদ্যটাকেই আঁকড়ে ধরে
নয়া প্রজন্ম ওঠাই পড়ে।
তবুও মাস্টার মশায় হাল ছাড়েননি
শুনেছি কে যেনো তার ধারধারেনি
তখন থেকে তিনি বদলে গেছেন
এখন হালকা সুরে কি যে রচেন?
শিক্ষার আবার সময় কি হয়
এখন সবার প্রতি হচ্ছেন সদয়
মাটির সাথে রোজ কথা বলেন
তার ছাত্র এখন শান্ত নরেন।
********
*****
!
"৯-১৩-২১"