আসল অনুরাগী কয় জন
শম্পা ঘোষ
জীবনে সত্যকে তুলে ধরতে গেলে
বিতর্কের সম্মুখীন হতে হয় কেনো?
চোরাবালির চোরা মিথ্যারা
ওত পেতে থাকে সর্বদাই,
সত্যকে আজ লড়াই করে
বাঁচতে হয়...
আলোচনা নিরপেক্ষ হয় না কখনো,
তর্ক ও বিতর্কের মল্লযুদ্ধ চলে,
আলোচ্য বিষয়টা আজ
ভাইরালে পর্যায়ে...
ভিডিওতে লাইকে ছড়াছড়ি,
কিন্তু আসল সত্যটা
আবার চাপা পড়ে গেলো কেনো?
আলোচক নিজেই অভিভূত
যাই হোক এইভাবেই দর্শক
টানা যায় ক্ষতি কি?
আসল অনুরাগী কয় জন
এখন বোঝা মুস্কিল।
***********
******
**
"৭-৯-২১"
সত্যের অনুরাগী আর কয়জন?
রঙচঙে মিথ্যার অনুরাগী বহুজন।
প্রিয় সম্মানিত কবিবোনকে জানাই নিরন্তর শুভেচ্ছা।
দুর্দান্ত লিখেছ!!
সদা সুস্থ থাকো আর লিখে চলো প্রিয় সখী।
অনেক ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য।
শুভ রজনী।
" সত্য আজ লড়াই করে বাঁচতে চায় " । এমন উপলব্ধি দিয়ে বিচার করে কবিতা লিখতে কয় জন পারে । দারুন উপলব্ধি আর মানবিক ভাবনার অসাধারণ চিত্রায়ন ।
মুগ্ধ ! মুগ্ধ ! মুগ্ধ হলাম প্রিয় কবি ! ভাল থাকবেন । দোয়া রইলো। আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি ।
সত্য চাপা দেয়ার জন্যই যতো আয়োজন!
সুন্দর উপমা সমৃদ্ধ রূপক কবিতাটি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি।
শুভেচ্ছা ও একরাশ মুগ্ধতা প্রিয় ।
মুখসে মুখসে তর্ক যুদ্ধ।
কে কত বাক্য বাগিস।
সত্যি থেকে দূরে সরিয়ে রাখা।
ভীষণ সুন্দর কাব্য।অনন্য চয়ন
চমৎকার প্রেক্ষাপট ! প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
সত্য সব সময়ই বিতর্কিত, কারণ সত্য মিথ্যার জন্য বাধার সৃষ্টি করে!
আর মানুষ, সত্যকে এড়িয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে জাগতিক স্বার্থে!
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
জনতা ভুলে গেছে সত্যের আচার-বিচার...
সত্যভামা***
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
শুভরাত্রি , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে । ভাল থেক সদা ।
সমাজ ও জীবনবোধের অনন্য ভাবনার খুব সুন্দর একটি কাব্য নিবেদন। অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি। শুভ রাত্রি।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
----দারুন লিখেছেন দিদি, বেশ মুগ্ধতা ছেয়ে আছে পাতায় ।