আড়ালে আড়ালে কোথায় যে হারালে
শম্পা ঘোষ
প্রতিটি আগলের পিছনে
একটা ঘটনা থাকে
সেটা তুমিও জানো
আমিও জানি
তবে আজ কেনো এত হাহুতাশ
দরজা খোলার আবদারে...
প্রতিটি কথার পিছনে
কথা থাকে
কেউ বলে
আর কেউ না বলে
সরে যায় দূরে...
প্রতিটি আঘাতের পিছনে
যন্ত্রণা থাকে
জানতে,অজান্তে
অন্যে আঘাত হানে
কেনো যে বারে বারে...
প্রতিটি মুখোশের পিছনে
একটা মুখ আছে
কেউ পারেনা চিনতে
কেউ চিনে ফেলে
আলো অথবা অন্ধকারে...
প্রতিটি সম্পর্কের পিছনে
বিশ্বাস থাকে
কেউ দৃঢ় করে
কেউ টুকরো করে
আর আড়ালে আড়ালে আপশোস করে।
***************
************
**********
*******
***
*