অন্ধকারে আসুক আলোর ঠিকানা
               শম্পা ঘোষ

        বুক ফাটা কান্না দলা জমায় বুকে
        চুপ থাকে কথারা বোবা হয় মুখে।
        মন কেনো সয়ে যায় যন্ত্রণা ব্যথা
      বুকেতে বসানো থাকে মস্ত সে যাঁতা।
        তার চাপ কে নেবে শুধু পিষে যায়
       স্বান্তনা দেবার তো কেও নেই ভাই।
     যদি কেও ভার নেয় নামাবে সে বোঝা
     দিও তারে অনুমতি রেখো নাকো গোঁজা।
      মন ছাড়া দেহ কিগো পায় বলো শান্তি
       দূর করো মনে জমা সব ভুল ভ্রান্তি।
      হালকা লাগবে তখন সব কিছু ভালো
     অন্ধকার হলেও তুমি দেখবে যে আলো।
   একবারই বাঁচবে তাই ভালো করে বাঁচো
        আনন্দের ঝর্ণাতে মন খুলে নাচো।
      বিষাদের কালো ছায়া দূর করো আজ
পৃথিবীকে দেওয়ার তোমার আছে অনেক কাজ।
      শপথটা নাও নাগো আজ থেকে বলো
       অবসাদ আর নয় আছি আমি ভালো।
       দরজা খুলে দাও খুলে দাও জানলা
      পেট পুরে খাও আজ পটলের ডালনা।
       হাসি নাও খুশি নাও পেট ভরে ভরে
      আজ তুমি মুক্ত ছোটো জোরে জোরে।

          *****************
              *************
                 *********
                     *****
                        !!!!