অন্ধকারে আঁধার বুকে
শম্পা ঘোষ
স্বপ্ন দেখে চোখের ডগায়
জোর কদমে মারছে তুড়ি
বৃন্তে ধরা আশার বুকে
মুখ খুলেছে এবার কুড়ি।
রূপের বাহার পাপড়ি জুড়ে
রঙ লেগেছে আস্ত মনে
পরাগ রেণু উড়ছে হাওয়ায়
সুগন্ধ ছড়ায় আপন বনে।
পিঁপড়ে আসে লাইন দিয়ে
মৌমাছিরাও নেয় যে দখল
প্রজাপতিও শুঁড় বসিয়ে
নিচ্ছে চুষে মধু সকল।
এক জীবনে এই ভুবনে
উদার বুকে পাগল নেশা
তার যন্ত্রণা কেউ বোঝে না
হচ্ছে এবার পাপড়ি খসা।
ফুটে ছিলো বাঁচবে বলে
এখন রঙে বিবর্ণতা
গন্ধ তার গেছে উবে
পড়ে আছে শূন্যতা।
কেউ কি তারে বলেছিলো
আপন করে বাসবে ভালো
যত্ন করে নেয় নি তুলে
আমার ঘর করবে আলো।
ফুলের মত জীবনখানি
সব পাপড়ি ছিড়ে আঘাত হানে
লোভের দৃষ্টি করে সৃ্ষ্টি
মুখ ডুবিয়ে নিচ্ছে ঘ্রাণে।
অন্ধকারে আঁধার বুকে
স্বপ্নগুলো টুকরো হলো
ফুল যে এখন ঘুমের দেশে
চিরতরে নিদ্রা নিলো।
********************
**************
!!!!!!!!!!!!!!
!!!!!!!!!
***
*