আনন্দি মাসির কাহিনী
শম্পা ঘোষ
রোজ সকালে পসরা নিয়ে
সবাই বসে,
বাজার রমরমা,
ক্রেতাদের ভিড়ে গিজগিজ করছে...
আনন্দি মাসি ভেবেছে আজ তার
ভালই বিক্রি হবে!
দিন শেষে মাছি ভনভন করে,
কই...কেউ তো এলো না...
তার মাছও টাটকা ছিলো,
মিষ্টি জলের,
কোনো রাসায়নিক
বৃদ্ধির নয়,
তবুও কেউ চাইলো না...
শাড়ির আঁচল দিয়ে
শুধু ঘাম মোছে,
চোখের জল কবে শুকিয়ে গেছে...
বলে,হে ঈশ্বর আজও বাড়ি ফিরে
আবারো একটা রাত
উপবাসে ও
না ঘুমিয়ে কাটাতে হবে?
*********
***
"৪-২-২৩"