আমি শুনেছি সেদিন
শম্পা ঘোষ
ওগো কবি তুমি কি
বোঝো না...
এই বিশাল পৃথিবীতে
অস্তিত্বের সীমারেখা ছাড়িয়ে
আমি পাড়ি দিতে চাই
সেই প্রশান্তির বুকে
যেখানে তুমি আর আমি,
আমি আর তুমি
কখন মিলেমিশে একাকার...
আমি ভিজতে চাই...
যেখানে ঝরবে জোছনা মাখা বৃষ্টি
শুধু রইবে কোমল দৃষ্টি
কলম করবে সৃষ্টি
ছড়িয়ে পড়বে কৃষ্টির সফলতায়...
জেগে উঠবে সবুজ বনানী...
বিছিয়ে দেওয়া শ্যামলিমায়
হাঁটতে থাকবো দুজনে...
হরিণের ছোটাছুটি,পাখির কলতান,
প্রজাপতির রঙিন পাখনা,বুনো ফুলের সুগন্ধ
আর চাঁদের জোছনায়
বিবসনা হবে মন...
বিভোর হবো মগ্নতায়...
জড়িয়ে ধরা আলিঙ্গনে
অনুভবে...অনুভবে...
তোমার মুখে...
বেরিয়ে আসবে একটি নাম
কবিতা...কবিতা...
তুমি যে আমার।
**************
***********
********
******
****
*