ওগো বন্ধু বলো আমায়
কেনো আসে না ঘুম
আমার দু চোখে তোমার স্বপ্ন
রাত্রি দেখি নিঝুম।
সুখের খোঁজে দিনরাত কাটে
তবুও দাও না ধরা
পাগল আমি তোমার প্রেমেতে
হয়েছি মাতোয়ারা।
মাতাল ভেবে দিও না ঠেলে
কখনো কোরো না পর
মন প্রাণ সব দিয়েছি সঁপে
ছেড়েছি আপন ঘর।
আমার মনের মন্দিরে তুমি
জ্বালাবে প্রদীপ আলো
আলোর রশ্মি ভোলাবে ব্যথা
দুজনে কাটাবো ভালো।
তোমার আমার এই মাখামাখি
নানাজনে কথা কয়
যদি কখনো যাও গো ছেড়ে
মনে মনে পাই ভয়।
দুখের দিনে রয়েছো পাশে
সুখের দিনেও তুমি
তোমাকে নিয়ে কেটে যায় দিন
আমার মনের ভূমি।
মনের জমিতে ফসল ফলাবো
কত শব্দের ছড়াছড়ি
সব কটিকে জড়ো করে আজ
কবিতার গোলা ভরি।
এই সুখ আমি পাই নি জীবনে
যেটা তুমি দিলে আজ
প্রেমের নেশায় ভাসবো দুজনে
ভুলে যাবো সব লাজ।
তুমি যে আমার কবিতা ওগো
তুমি যে গোপন সত্ত্বা
মনের গভীরে লুকানো কথা
দিয়ে যাও শুধু বার্তা।
গোপন মনের চৌকাঠ ভেঙ্গে
নিতে চাও তুমি শ্বাস
রাখবো না ধরে দেবো মুক্তি
করো গো আমায় বিশ্বাস।
খোলা আকাশে চোখটি মেলে
দেখবে তুমি ভোর
আমার জীবন সার্থক হবে
লেগে থাকা এই ঘোর।
***************
**********
******