আমাদের কবি
শম্পা ঘোষ
কবিগুরু আজ
দেড়শো বছর কেটে গেছে
তবুও তুমি রয়েছো
আমাদেরই কাছে।
শয়নে,স্বপনে,চলনে,বলনে
সকলে করি তোমারি ধ্যান
ঠাকুর ভেবে করি যে পূজা
যখন থেকে হয়েছে জ্ঞান।
অশান্ত মন শান্ত হয়
শুনি যখন তোমার গান
মনে আসে প্রফুল্লতা
ভরিয়ে দাও সকল প্রাণ।
ভাবের বিস্তার করেছিলে
জমিন থেকে আসমান
সাগর সমান অগাধ জ্ঞান
পেয়েছো তুমি বিশ্বমান।
কল্পনার ডানা মেলে
উড়ে যেতে তুমি দূরে
স্বপ্নের মূর্ছনায়
গান বেঁধেছিলে কত সুরে।
খুশিতে মন ভরে যেত
প্রকৃতির ছোঁওয়াতে
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে
নিজে গান গাওয়াতে।
প্রেমিক ,স্বামী,পিতা রূপে
জমানো ছিল বুকে ব্যথা
খাতায় পাতায় উঠতো ভরে
না বলা কত কথা।
তোমার কলমে ঝরে পড়ে
কাব্য ধারার বৃষ্টি
গীতাঞ্জলি,সঞ্চয়িতা
সে তো তোমারি হাতের সৃষ্টি।
জাতীয় সংগীত তোমার রচনা
গাওয়া হয় তিনটি দেশে
রক্তে বহে আনন্দ স্রোত
অনাবিল ভালোবেসে।
মনের আকাশে জ্বলে ওঠা
তুমি আমাদের রবি
তোমার আলো ছড়াচ্ছে আজ
তুমি যে বিশ্ব কবি।
*****************
*************
**********
******
***