আলোর ঋণ কোরো না ক্ষীণ
শম্পা ঘোষ
বারবার ঋণী হতেই হবে তোমাকে...
তোমার কলমের দীপ্ত প্রভারা,
আজ আমার ভাবনার প্রতিফলন...
আমি দেখেছি তোমাকে আগেও,
এখনো... হয়তোবা দেখবো পরেও...
বলোতো কবি,বুকে হাত দিয়ে...
তোমার নিটোল ভাষারা কখনো
দাগ কেটে যায়নি, আমার সবুজ পাতাদের
উদ্দীপ্ত নবজাগরণে...
তবে কেন এত ভয়...
এত জড়তা
পান করেও তোমার তেষ্টা
মেটে না কিছুতেই...
তুমি যে পরগাছা...
শুধু শুষে নিতে চাও...
আমি নিরুপায় তাই...
সময় থাকতে কেটে দিলাম
সেই সব ডালপালা,
বাঁচতে হবে যে...
ভবিষ্যতের মুখ দেখে
ওদের কথা ভেবে।
************
**********
********
*****
**
*