আলোয় ভরা ভুবনখানি
শম্পা ঘোষ
জীবন যখন বুঝতে শেখায়
চোখ চলে যায় আলোর প্রভায়,
অন্ধকারেও আছে জ্যোতি
জ্বালিয়ে দেয় মনের বাতি,
দেখবে কত জ্বলছে তারা
হাত বাড়িয়ে দিচ্ছে সাড়া,
মনের এই ভুবন মাঠে
জমে ওঠে চাঁদের হাটে,
তুমি আমি সবাই সাথী
আনন্দেতে এসো মাতি,
জীবন যে বড্ড ছোটো
আধুলি ভরা একটি কৌটো,
ভরে গেলে জীবন শেষ
তার আগে দাওনা রেস,
চু,কিতকিত নাইবা দিলে
হাসতে থাকো প্রাণটি খুলে,
দেখবে তুমি নতুন করে
যেটা লুকিয়ে ছিলো মনের ঘরে,
বাঁচতে চাওয়ার একটু সুখ
ভরিয়ে দেবে কখন বুক,
ভালোবাসার কত স্বাদ
আকাশ তলে পাবে ছাঁদ,
আলোয় ভরা ভুবনখানি
নতুন করে দেখবে জানি,
সবই তখন লাগবে ভালো
কি অন্ধকার কিংবা কালো,
সবাই থাকবে পাশাপাশি
এসোনা আজ সবাই হাসি।
***********
*******
****
*