আলিঙ্গন
শম্পা ঘোষ
প্রকৃতি পরশে মনের হরষে
দোলা দিয়ে যায় ফাগুন
আয়রে তোরা আয় ছুটে আয়
দেখে যা মনের আগুন।
বৈরাগ্যের ধ্যান ভেঙে সে
ঝলসে উঠেছে আজ
শিমুল পলাশ ডাকছে হেঁকে
এসো গো বসন্তরাজ।
গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে
কোকিল ডাকে কুহু
দখিনা বাতাস স্বচ্ছ আকাশ
পায়ে পায়ে নাচে বিহু।
নাগলিঙ্গমের ষষ্ঠ পাপড়ি
খুলে দিয়েছে তার বোঁটা
পাপড়ি বৃন্তে লুকানো আছে
শিব লিঙ্গের জটা।
হলুদ রঙ যায় বুঝিয়ে
যৌবন এসেছে দেহে
প্রেমেতে তাই হাবুডুবু খায়
সব কিছু যাক বয়ে।
ভ্রমরা ভ্রমরী গুনগুন করে
মধু নেয় সব চুষে
প্রজাপতিরা পাখনা ছড়িয়ে
পাপড়িতে মুখ ঘষে।
ফুলের বাগানে কত আলোড়ন
কুড়ি থেকে হয় বিকাশ
আলিঙ্গনের মত্তে মেতেছে
শুধু ছড়িয়ে দিচ্ছে সুবাস।
**************
***********
********
*****
**
*