আলফাজ
শম্পা ঘোষ

         সময়টা যায় যে বয়ে তারই খেয়াল মত
         লুকিয়ে থাকা স্বপ্নগুলো হয় যে কখন গত
          স্মৃতির ভারে মনটা দেখি হঠাৎ করে নত
     হারিয়ে যাওয়া দিনগুলি সব দাঁড়িয়ে আছে খাড়া।

       আড়াল দেখি দেওয়াল তুলে বিভেদ করে সৃ্ষ্টি
           যন্ত্রণারা মেঘের দলে ঝরায় এবার বৃষ্টি
        আশার আলো দেখলে পরে মনে জাগে তু্ষ্টি
        সব পাওয়া কি হয় জীবনে থাক না মনে ভরা।

       সমালোচনা যাক না মুছে হও না তুমি পন্ডিত
       শব্দ তোমার গলা চিরে বেরিয়ে আসুক সঙ্গীত
        ভালোবাসার ইশারাতে জানান দেবে ইঙ্গিত
      যে রাগেতই আলাপ করো মনকে দেবে নাড়া।  

     আলফাজ সব ঠোঁটের ডগায় টুপ টুপ করে পড়বে
      আমি হবো মুগ্ধ শ্রোতা চোখ দিয়ে জল ঝরবে
      জীবন জোয়ারে উঠবে ফেনা হৃদয়টাকে ভরবে
      প্রেম বিরহের আকুলতায় বইবে স্রোতের ধারা।

       গজল হোক প্রাণের সুধা ভরিয়ে দেবে মন
       বন্দী ঘরে একা থাকার সেইতো আপনজন
       দিন রাত তাই চলছে মনে বাজছে সর্বক্ষণ
       নিঃসঙ্গ লাগে না আর পাই যে সুরে সাড়া।

               ***************
                   ***********
                        ******
                           !!!!
                            !!
                            *