আকাশ হাসবে শরৎ কোলে
        শম্পা ঘোষ

        ছলছলে চোখ দৃষ্টি ফেলে
          স্থিত মনের গভীরতায়
      শুকনো আবেগ ভিজতে থাকে
        বৃষ্টি পড়ে ফোটায় ফোটায়।

         ভেজা শরীর সবুজ পাতায়
         গানের সুরে কান পেতেছি
          মৃদু হাওয়ায় দেয় দুলিয়ে
          আনন্দেতে তাই মেতেছি।

          কখন সপ্তরঙের রামধনুটা
           রঙ মাখিয়ে দিলো উঁকি
            খুশি এসে মুখ বাড়িয়ে
           আড়াল থেকে দিচ্ছে কুকি।

            মন থলিতে রাখবো ধরে
          সেই দিকেতে হাত বাড়ালাম
         মিলিয়ে গেলো কোথায় আবার
         তাই পিছু পিছু খুঁজতে গেলাম।

          আকাশ আবার আগের মতো
            সাদা মেঘে করছে খেলা
              শরৎ পায়ে গুটি গুটি
           নদীর ধারে কাশের মেলা।

           এসো শরৎ এসো এসো
          শিউলি ফুলে ভরবো সাজি
            "দুর্গা মা" আসবে ঘরে
             কত কি ফাটবে বাজি।

        "মা" আমাদের ঘরের মেয়ে
          ওকে জড়িয়ে রাখবো বুকে
         মায়ের আনন্দে হাসবে জগৎ
        থাকবো আমরা যে যার সুখে।

                ********
                    ****
                      **
                       !

            "৫-৪-২১"