কপাল ভালো মন্দ কি
দেখি দেখি কান্ড কি ?
রুইয়ের মাথা পড়লো পাতে
গরম গরম সেদ্ধ ভাতে।
পাশে বসে খাচ্ছে যারা
রাগে তাদের চুলটি খাড়া
তাদের ভাগে ছোট্ট লেজা
খেতে গিয়ে পায় না মজা।
মাথার ঘিলু চুষতে থাকে
দেখতে থাকে ফাঁকে ফাঁকে
কামড়ে কামড়ে করছে গুঁড়ো
থালার পাশে হচ্ছে চূড়ো।
ছোট্ট ছেলে পায় যে মজা
থালায় দেখি বেগুন ভাজা
বেশ কিছুদিন জ্বরে ভোগে
এই যত্ন পায়নি আগে।
এতই ছোটো হুঁশ নেই তার
আসে পাশে কে যে ব্যাজার
ছোট্ট মনে হলো উদয়
মাঝে মাঝে জ্বর যদি হয়।
তবে এমন যত্ন পাবে
ভালো ভালো খাবার খাবে
সেই ছেলেটা আজকে বড়
অনেক স্মৃতি হচ্ছে জড়ো।
ঐ দিনটার কথা ভাবে
যেটা কখনো ভাবেনি আগে
খাবার টেবিলে খাবার ভরা
আজকে পাশে নেইকো তারা।
****************
***********
******