আজকের অনুপ্রেরণা
শম্পা ঘোষ
লা লা লা,
কি ভালা,
নেয় জ্বালা,
পালা...
ভোলা,
কাঁধে ঝোলা,
খাই কলা,
নেয় তোলা...
চোখে দেখে ভুল
সত্য করে না কবুল
গান ধরেছে বাবুল
বলছে ওকে ফুল।
ফুল বলতেই খ্যাপে
হিসাব দেখি মাপে
না পেলে যে কাঁপে
সবটাই পকেটে ঝাঁপে।
**********
*******
***
"২-১০-২২"
সত্য করে না কবুল
গান ধরেছে বাবুল
বলছে ওকে ফুল। "
এটাই বাস্তব। দারুণ রম্য।
’চোখে দেখে ভুল
সত্য করে না কবুল’ অতুলণীয় পঙক্তি সম্মানিত কবি!
সময়ের সাবলিল উচ্চরণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
চলল ভোলা
তেপান্তরের মাঠে,
মাঠে ছিল
ক্ষাপা কুকুর
কামড়ে দিল তাকে।
হায়রে ভোলা!
আয় ফিরে আয়
ল্যংচাতে ল্যাংচাতে,
ডাক্তার যে
নাই যে সেথা
তেপান্তরের মাঠে।
আপনার মজার মজার কবিতা পড়লেই, ভেতরে গুণগুণ করে। তাই সামলাতে পারি না।
প্রিয় কবিবোনের সুস্থতার শুভকামনা জানাই।
আরও এক বোন রীনা বিশ্বাস গত ৮ তারিখে লিখেছিলেন "শরীর খুব খারাপ", তাই চিন্তায় আছি।
দেখি কোনও খবর পাই কিনা?
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
শুভকামনা জানবেন।
দারুন ভাবে উপভোগ করলাম।
খুবই ভালো লিখেছেন
প্রিয় কবি।
অনেক-অনেক শুভ কামনা রইল।
অপূর্ব! মনোমুগ্ধ কাব্য ।
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে অশেষ শুভেচ্ছা ,শুভকামনা জানাই , ভাল থেক সদা ।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।