আহ্লাদের আচার
শম্পা ঘোষ
শব্দগুলো শুঁটকি করে রোদে নিচ্ছে সেঁকে
সময় হলে খাবার করে মনে নেবে মেখে
গন্ধটা যে যায় না ঢাকা
বসিয়ে কড়াই মাটির আখা
কারা যেনো বলছে হেঁকে নাওনা একটু চেখে।
"৭-১৬-১৭"
আহা কি আনন্দ
শম্পা ঘোষ
ওরে আমি যে পোস্ত লাভার
কি দারুণ খেতে এই খাবার
কারা যেনো ভেঙচি কাটে
লঙ্কা চিবোয় ঝালই জোটে
হায় হায় বেড়ে গেছে দামই যে তার।
*********
****
"৭-১৬-১৭"