আঘাতই সাফল্যের চাবিকাটি
            শম্পা ঘোষ

কাচু বলে ওরে মাচু পৃথিবীটা ভাই বড্ড জটিল
চারিদিকে ভরে গেছে শয়তান আর মস্ত কুটিল
         সেয়ানা হতে চাই না মোরা
         হাঁদা আমাদের বলুক ওরা
কারোর ক্ষতি করিনি তবু মারছে কেনো ঢিল।

    মাচুর ঘরে কাচু এসে করে গেছে সন্ধি
মাচু এবার লাফিয়ে ওঠে বার করে এক ফন্দি
          দেখিয়ে দেবে এবার খেল
         দাঁত দিয়ে তাই কাটছে নেল
ভেঙ্গে দেবে এবার তারা নিজের চেনা গন্ডি।

     কাচু মাচুর বন্ধুত্বে ধরে না যেন চির
ভালোভাবে বাঁচবে ওরা করলো এবার স্থির
            লিখলো ওরা নতুন বই
            করলো সকলে হই হই
ওদের দেখতে মানুষ কত করছে আজ ভিড়।

   কাচু মাচু জুয়েল বয় আজকে সবাই বলে
ওদের বুলি করতো যারা মারতো তাদের ঢিলে
              খোশামদ করছে তারা
             তাদের এখন অন্য সাড়া
তোদের সান্নিধ্য পেতে চাই ভালো লাগে যে ছুঁলে।

  কাচু মাচু দেখতে এখন হয়েছে ভীষণ স্মার্ট
চর্চা করে ওদের নিয়ে ওদের কেমন ঠাটবাট
         বক্তিতা দেয় ডায়াসে উঠে
         কথার যেন ফোয়ারা ফোটে
   সমৃদ্ধময় ব্যবসা করে হয়েছে ওরা বিরাট।

       ******************
          ***************
                *********
                   ******
                      ***


  এইভাবে বুলির ভিকটিমদের সাফল্যতা ছড়িয়ে পড়ুক দিকে দিকে।
ভেঙ্গে না পড়ে উঠে দাঁড়াও আর নিদর্শন রেখে যাও তোমাদের কাজে।
আমার এই ছোট্ট প্রয়াশ ওদেরকে ভেবে।
পৃথিবীতে বুলি থেকে মুক্ত হও সকলে।

বুলি এক ধরনের বলপূর্বক পীড়া বা উৎপীড়ন যা দুষ্টু শয়তানরা তৈরী করে অন্যকে আঘাত হানার জন্য নানাভাবে।