অধ্যক্ষ (লিমেরিক)
শম্পা ঘোষ

মানুষের মনে মন নেই আজ সবেই ধরেছে চিড়
পিলপিল করে বাড়ছে দেখো শুধু মানুষের ভিড়
যে শিশুটা জন্ম নিলো
সেও কখন বদলে গেলো
তাই তো আজ বড় দরকার তোমার মত মীর।

      *****************
         *************
            **********
                ******
"মীর"(অধ্যক্ষ,পরিচালক)এটি একটি ফার্সি ভাষার শব্দ।