অধিরথ
শম্পা ঘোষ
রাগে অনুরাগে
মন্ময় ভাবে,
অক্ষরে হাসে
বড় ভালোবাসে,
তিলোত্তমা রূপে
মনটারে সঁপে,
তন্ময় হয়
একটি হৃদয়,
আল্পনা আঁকে
জীবনের ফাঁকে,
সংযোগ গড়ে
বাঁধে বাহুডোরে,
দিশা ভরা আশা
ভরসা ভরসা,
হেঁটে চলা পথ
হয়ে অধিরথ,
শান্তির শপথ
সংসারই জগৎ,
পংক্তির মালা
সজ্জিত ডালা,
সতেজ অধিবাস
জীবন্ত নিঃশ্বাস,
আজ পরিণত শিষ
তুমি আমার আশীষ।
******
***
!
"৭-২০-২১"